রবিবার, ১১ অক্টোবর, ২০১৫

আজ আপনাদের কিছু কথা বলার ছিল ।
জীবন টা পুরোই উপভোগের বিষয় নয়।
এটাকে ব্যবহার করা শিখুন। মানুষ
চিরদিন বাচেনা এটা যেমন সত্য, মানুষ
পারেনা বা পারবেনা এমন কোন কাজ
নেই। আপনি নিজেকে রঙ্গমঞ্চ মনে
করে সব কিছুকে সুন্দর দেখতে পারেন।
কিন্তু আবার যদি বক্তিতা দিতে শুরু
করেন হয়েযান সরকার। কোন কিছু বলতে
দিধা করেন না। যেমন ধর্ম না মানলে
নীতি বোধ আসেনা , তেমনি নিজের
আবেগ কে প্রশ্ন না করলে ঠিক ভুল
বুঝতে পারেন না। আজ দেখুন আমরা
প্রায় ৬ কোটি যুব সমাজ , কিন্তু না,
আমরা হয়ে আছি বৃদ্ধ । আপনি আপনার
আপন যায়গা তে থেকেও দেশকে কিছু
দিতে পারেন , দেশের জন্য কিছু করতে
পারেন শুধু মনকে প্রশ্ন করে । আপনার
আবস্থানে থেকে আপনি ও দেশ গড়ার
কারিগর হতে পারেন। চাই একটু সাহস
সচেতনতা, বুদ্ধির চমক। বিশ্বের দিকে
একবার তাকিয়ে দেখুন উন্নত দেশ
গুলোর আবস্থা। তারাকি ছিলনা
একদিন আমাদের মতো ? তবে দেখেন
তাদের আবস্তা কিন্তু আমাদের মতো
এতো সহজ ছিলোনা ,সামনে এগোবার।
আমাদের আজ সময় এসেছে দেশের জন্য
কিছু করার । আজ রাজনীতির কি
আবস্তা তাই দেখুন। আমি কোন ব্যক্তি
বিশেষ বা নির্দিষ্ট দলের কথা বলছি
না। আমি বলছি তাদের আজ যারা
রাজনীতিকে পেট নীতি করে
তুলেছে। আজকাল আবার রাজনৈতিক
ব্যবসা স্থান করে নিয়েছে শিক্ষা
বিভাগে, হয়ে উঠেছে মরমান্তিক।
যেখানে মানুষ শিক্ষা আর্জন করতে
যায় সেখানে যদি শিখতে হয়
মারামারি, নীতি গরহিত কাজ,
তাহলে আমাদের শিক্ষা আর্জন করে
কি লাভ ?
আপনাদের একটা কথা বলি; আমরা তো
আনেক কিছু করি, দেশের জন্য কিছু
করতে পারিনা ? আবশ্যই পারি ।
আমাদের দরকার একটু সৎ সাহস। দেশকে
গড়ার প্রত্যই । চাই নীতি বাচক মন
মানষিকতা।
আপনাদের আমাদের সবার আজ একটাই
প্রতিঙ্গা হওয়া উচিত যে আমরা
কারো উপকার না করতে পারলেও
ক্ষতি করবো না।
দেশকে কিছু না দিতে পারলেও
দেশের ক্ষতি হয় এমন কাজ করবো না।
একজন ব্যক্তির ক্ষধা লাগলে যেমন
তাকে অন্ন দিয়ে সাহায্য করবো ।
তেমনি তাকে হাত পেতে না খেতে
বলে, কিছু করার সাহস যোগাব।
আমাদের দেশটি ও হেয়েছে অন্ধ
ব্যক্তির মতো। সবাই আপন কজ নিয়ে ব্যস্ত
থাকে। কেউ ভাবেনা কারো কথা।
দেশকে করতে হবে সমৃদ্ধি ,গড়তে হবে
সোনার দেশ । কেবল সেটা আমরাই
পারবো যাদের আছে আসীম সাহস আর
সৎ দৃড় প্রত্যই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন