মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪

কচ্ছপ আর খরগোশ

 সেই আদি আমল থেকে কচ্ছপ আর খরগোশের গল্প আমরা সবাই জানি। কিন্তু মজার বিষয় হল আমরা ১ম অধ্যায়টাই বেশি শুনেছি। কিন্তু এই গল্পের আরো ৩ টি অধ্যায় আছে। যা হয়তো আমরা কেউ শুনেছি, কেউ শুনিনি।


১ম অধ্যায়ঃ এই অধ্যায়ে খরগোশ ঘুমিয়ে যায়, আর কচ্ছপ জিতে যায়। প্রথমবার হেরে যাওয়ার পর খরগোশ বিশ্লেষণ করে দেখল তার পরাজয়ের মূল কারণ 'অতিরিক্ত আত্মবিশ্বাস।' তার মানে অতি আত্মবিশ্বাস যে কারো জন্যই ক্ষতিকর। আর কচ্ছপ বুঝল, লেগে থাকলে সাফল্য আসবেই!


২য় অধ্যায়ঃ হেরে যাওয়ার পর এবার খরগোশ আবারো কচ্ছপকে দৌড় প্রতিযোগিতায় চ্যালেঞ্জ করল আর কচ্ছপও রাজী হল। এবার খরগোশ না ঘুমিয়ে দৌড় শেষ করল এবং জয়ী হল। খরগোশ বুঝল, মন দিয়ে নিজের সামর্থের পুরোটা দিয়ে কাজ করলে দ্রুত সফল হওয়া যায়। আর কচ্ছপ বুঝল, ধীর স্থিরভাবে চলা ভালো, তবে কাজে উপযুক্ত গতি না থাকলে প্রতিযোগীতামূলক পরিবেশে জয়ী হওয়া অসম্ভব!

৩য় অধ্যায়ঃ কচ্ছপ এবার খরগোশকে আরেকবার দৌড় প্রতিযোগিতার আমন্ত্রন জানালো। খরগোশও নির্দ্বিধায় রাজী হয়ে গেল। তখন কচ্ছপ বলল, "একই রাস্তায় আমরা ২ বার দৌড়েছি, এবার অন্য রাস্তায় হোক।" খরগোশও রাজী। অতএব নতুন রাস্তায় দৌড় প্রতিযোগিতা শুরু হল। যথারীতি খরগোশ জোরে দৌড় শুরু করে দিল। কচ্ছপও তার পিছন পিছন আসতে শুরু করল। কচ্ছপ যখন খরগোশ এর কাছে পৌঁছাল, দেখল খরগোশ দাঁড়িয়ে আছে, কিন্তু দৌড়ের শেষ সীমানায় যেতে পারেনি। কারন দৌড়ের শেষ সীমানার আগে একটি খাল আছে। কচ্ছপ খরগোশ এর দিকে একবার তাকালো, তারপর তার সামনে দিয়ে পানিতে নেমে খাল পার হয়ে দৌড়ের শেষ সীমানায় পৌছে প্রতিযোগিতা জিতে গেল। খরগোশ বুঝল, শুধু নিজের শক্তির উপর নির্ভর করলেই হবে না, পরিস্থিতি আর বাস্তবতা অনুধাবন করাও ভীষণ প্রয়োজনীয়! আর কচ্ছপ বুঝল, প্রথমে প্রতিযোগীর দূর্বলতা খুজে বের করতে হবে, তারপর সেই অনুযায়ী পরিকল্পনা করতে হবে।
গল্প কিন্তু এখানেই শেষ নয়

চতুর্থ অধ্যায়ঃ এবার খরগোশ কচ্ছপকে আরেকটি দৌড় প্রতিযোগিতার জন্য আহবান জানালো এই একই রাস্তায়। কচ্ছপ ও রাজী। কিন্তু এবার তারা ঠিক করল, প্রতিযোগী হিসেবে নয়, বরং এবারের দৌড়টা তারা দৌড়াবে সহযোগী হিসেবে!
শুরু হল প্রতিযোগিতা। খরগোশ কচ্ছপকে পিঠে তুলে দৌড়ে খালের সামনে গিয়ে থামলো। এবার কচ্ছপ খরগোশ এর পিঠ থেকে নেমে খরগোশকে নিজের পিঠে নিয়ে খাল পার হল। তারপর আবার কচ্ছপ খরগোশ এর পিঠে উঠে বাকী দৌড় শেষ করল আর এবার তার দু'জনই একসাথে জয়ী হল।
আমরা শিখলাম, ব্যক্তিগত দক্ষতা থাকা খুবই ভালো। কিন্তু দলবদ্ধ হয়ে একে অপরের দক্ষতাকে কাজে লাগাতে পারলেই আসে সত্যিকারের সাফল্য যেখানে সবাই বিজয়ীর হাসি হাসতে পারে।

শুক্রবার, ১৬ অক্টোবর, ২০১৫

"People change you familiar" "
The man is the creator of your creation".
I think people see different kind of bhabate. Think about the idea, but let's not waste the newsletters. You can step off the person, any person can be a great name holders. Do not hurt your flow newsletters. Hey, you know that you are thinking these days is still alive? You know it can be a great medicine-man. Sinbad in Arob novel can be, can be tayi Hatim. Why this inconvenience. We can all helper. Just to help with the riches, I am not talking about the aid. I'll tell you about the help, which is why you will feel dusamaye danger. That success will be when you feel pante Dar danger. A person wearing a danger to his word sresta dayabanera think, Center or close his mind. "I talked to succeed, there is no happily sarane be sarani sorrow". I do not want to be pigeon's happiness, that is the smell of the place, with its shit . I want to be sure that the crow is another dirty carefully clean. So what can we do so that does not harm others. But we can not save the country's honor, but we do need to protect society. I do not allow the price of education, the education of the soil at the base of the trap me.I respect him that the water particles get up on the head of the tree and diet . Finally, the sun is dying out with the tower could not. Imagine if some people. If it is in your inner man. That is how people are treated like animals in any organism. Man today, because you have within you the courage pragarata you have inside. I should not have to be the man, whom he saw rasthai respect, that will be the norm. I respect people who do not want to give up, but secretly cursed. Name just do not want to earn respect. If you are valued as soon as it is worthy of respect sraddha. And if you are not for everyone and for the betterment of the country. Girls' Do not hate anyone not love. If you can not do good, do not harm anyone. People should be sure that they will be close to each other so long as they live in the life of others. However, in pursuit of the man;
”মানুষ তুমি পরিচিত পরিবর্তনে
মানুষ তোমার সৃষ্টি স্রেষ্ট্রত্বে”।
আমি মানুষকে দেখি ভাবতে ভাবাতে বিভিন্ন ভঙ্গিতে। কিন্তু ভাবুন আর যাই করুন আন্যের ভাবনাকে নষ্ট করবেন না । আপনি হতে পারেন নামি ব্যক্তি, হতে পারেন মহান নাম ধারী কোন ব্যক্তি । আপনার সার্থে আন্য কারো ক্ষতি করবেন না। আরে আপনি তো জানেন আপনি কিছুদিন বাচবেন তার পরেও কেন এই চিন্তা ভাবনা? আপনিও তো হতে পারেন কোন মহা গুণি জ্ঞানী। হতে পারেন আরোব উপন্যাসের সিনবাদ ,হতে পারেন হাতেম তায়ী । তবে কেন আপনার এই বিরম্বনা। আমরা সবাই হতে পারি সাহায্যকারি । সুধু যে ধন দৌলত দিয়েই সাহায্য করা যায় ,আমি সেই সাহায্যের কথা বলছি না । আমি বলছি আপনাদের সেই সাহায্যের কথা, যার কারনে আপনাকে মনে করবে বিপদে দু‘সময়ে । সেটাই সার্থকতা যখন কেউ আপনাকে বিপদের দার পান্তে মনে করবে। কোন ব্যক্তি বিপদে পরলে কেবল তার কাছে স্রেষ্ট দয়াবানের কথাই মনে হয়, আথবা কাছের কোন আপন কিছু মনে করে। ”আমি তখনি সার্থক হবো, কারো সুখে সরনে না এসে দুঃখের সরনি হবো”। আমি কারো সুখের পায়রা হতে চাই না ,যে কিনা গন্ধ করে যায়গা তার বৃষ্টা দিয়ে । আমি হতে চাই সেই কাক যে কিনা অন্যের করা নোংরা পরিস্কার করে সযত্নে। তাই বলি কি আমরা সবাই তাই করি যা অন্যের জন্য ক্ষতি নয়। আমরা কিন্তু পারি দেশের সম্মান বাচাতে ,আমরা কিন্তু পারি সমাজ কে রক্ষা করতে । আমি সেই শিক্ষার দাম দেয় না, যেই শিক্ষা আমাকে আটকে রাখে গোড়ায় মাটির মতো । আমি তাকেই সম্মান করি যে পানি কণা গাছের মাথাতে উঠে খাদ্যতৈরী করে। অবশেষে সূর্যের সাথে না পেরে বিলিন হয় শূন্যে। ভাবুন একটু আপনি মানুষ কিনা । যদি হন তা আপনার ভিতোরের মনুষ্যত্বে । সেটা কেমন আচরন করছে মানুষ সুলভ না কোন জীব জানোয়ারের মতো । আপনি আজ মনুষ কারন আপনার ভিতরেই আছে সেই প্রগাড়তা আপনার ভিতরেই আছে সাহসিকতা।
আপনার আমার উচিত সেই মানুষ হওয়া, যাকে রাস্থাই দেখে সম্মান করবে, যাকে আদর্শ হিসাবে নিবে। আমি চাই না এমন কোন সম্মান যা মানুষ সামনে দেখাবে কিন্তু গোপনে গালি দিবে। নাম মাত্র সম্মান আর্জন করতে যাবেন না। সম্মান মাত্রই সম্মানিত যদি সেটা স্রদ্ধা পাবার যোগ্য হয়।
আপনি আর যায় করুন দেশের সবার জন্য না পারলে দশের জন্য করুন । কাউকে ভালোবাসতে না পরলেও ঘৃনা করবেন না। কারো উপকার না করতে পারলে ক্ষতি করবেন না। মানুষের সেই প্রত্যই হওয়া উচিত একে অন্যের পাসে থাকবো ততো দিন মোর জীবনে বাচবো যতো দিন । এটাই হোক মানব সাধনা;

রবিবার, ১১ অক্টোবর, ২০১৫

আজ আপনাদের কিছু কথা বলার ছিল ।
জীবন টা পুরোই উপভোগের বিষয় নয়।
এটাকে ব্যবহার করা শিখুন। মানুষ
চিরদিন বাচেনা এটা যেমন সত্য, মানুষ
পারেনা বা পারবেনা এমন কোন কাজ
নেই। আপনি নিজেকে রঙ্গমঞ্চ মনে
করে সব কিছুকে সুন্দর দেখতে পারেন।
কিন্তু আবার যদি বক্তিতা দিতে শুরু
করেন হয়েযান সরকার। কোন কিছু বলতে
দিধা করেন না। যেমন ধর্ম না মানলে
নীতি বোধ আসেনা , তেমনি নিজের
আবেগ কে প্রশ্ন না করলে ঠিক ভুল
বুঝতে পারেন না। আজ দেখুন আমরা
প্রায় ৬ কোটি যুব সমাজ , কিন্তু না,
আমরা হয়ে আছি বৃদ্ধ । আপনি আপনার
আপন যায়গা তে থেকেও দেশকে কিছু
দিতে পারেন , দেশের জন্য কিছু করতে
পারেন শুধু মনকে প্রশ্ন করে । আপনার
আবস্থানে থেকে আপনি ও দেশ গড়ার
কারিগর হতে পারেন। চাই একটু সাহস
সচেতনতা, বুদ্ধির চমক। বিশ্বের দিকে
একবার তাকিয়ে দেখুন উন্নত দেশ
গুলোর আবস্থা। তারাকি ছিলনা
একদিন আমাদের মতো ? তবে দেখেন
তাদের আবস্তা কিন্তু আমাদের মতো
এতো সহজ ছিলোনা ,সামনে এগোবার।
আমাদের আজ সময় এসেছে দেশের জন্য
কিছু করার । আজ রাজনীতির কি
আবস্তা তাই দেখুন। আমি কোন ব্যক্তি
বিশেষ বা নির্দিষ্ট দলের কথা বলছি
না। আমি বলছি তাদের আজ যারা
রাজনীতিকে পেট নীতি করে
তুলেছে। আজকাল আবার রাজনৈতিক
ব্যবসা স্থান করে নিয়েছে শিক্ষা
বিভাগে, হয়ে উঠেছে মরমান্তিক।
যেখানে মানুষ শিক্ষা আর্জন করতে
যায় সেখানে যদি শিখতে হয়
মারামারি, নীতি গরহিত কাজ,
তাহলে আমাদের শিক্ষা আর্জন করে
কি লাভ ?
আপনাদের একটা কথা বলি; আমরা তো
আনেক কিছু করি, দেশের জন্য কিছু
করতে পারিনা ? আবশ্যই পারি ।
আমাদের দরকার একটু সৎ সাহস। দেশকে
গড়ার প্রত্যই । চাই নীতি বাচক মন
মানষিকতা।
আপনাদের আমাদের সবার আজ একটাই
প্রতিঙ্গা হওয়া উচিত যে আমরা
কারো উপকার না করতে পারলেও
ক্ষতি করবো না।
দেশকে কিছু না দিতে পারলেও
দেশের ক্ষতি হয় এমন কাজ করবো না।
একজন ব্যক্তির ক্ষধা লাগলে যেমন
তাকে অন্ন দিয়ে সাহায্য করবো ।
তেমনি তাকে হাত পেতে না খেতে
বলে, কিছু করার সাহস যোগাব।
আমাদের দেশটি ও হেয়েছে অন্ধ
ব্যক্তির মতো। সবাই আপন কজ নিয়ে ব্যস্ত
থাকে। কেউ ভাবেনা কারো কথা।
দেশকে করতে হবে সমৃদ্ধি ,গড়তে হবে
সোনার দেশ । কেবল সেটা আমরাই
পারবো যাদের আছে আসীম সাহস আর
সৎ দৃড় প্রত্যই।